রাজধানীর নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ চলছে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিবাদ সমাবেশ চলছে। রোববার (৬ নভেম্বর) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে যুবদল কেন্দ্রীয় সংসদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই মধ্যে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।
ঢাকা মহানগরসহ আশপাশের জেলা থেকে যুবদলের নেতারা ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হচ্ছেন। তারা খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তারেক রহমান দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিচ্ছেন।
সমাবেশে গাজীপুর, মানিকগঞ্জ, নারায়াণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ যুবদলের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।