• আজ সকাল ৭:৩৬, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজাকা‌রের সন্তানরাসহ দে‌শের সকলেরই সমা‌ধিকার পাওয়া উ‌চিত : বঙ্গবীর

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৯:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৯:৩৫ পূর্বাহ্ণ

 

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

রাজাকা‌রের সন্তানরাসহ দে‌শের সকলেরই সমা‌ধিকার পাওয়া উ‌চিত ব‌লে ম‌নে ক‌রেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপ‌তি বঙ্গবীর ক‌াদের সিদ্দিকী। ‌তি‌নি ব‌লেন,‘মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন রাজাকারের সন্তানরা বাংলাদেশে চাকরি পাবে না। আমি তার সাথে একমত না। আমরা যে দেশকে সৃ‌ষ্টি করেছি, সেই দেশের সন্তানরা সমাধিকার পাবে। রাজাকারের বিচার হবে, ত‌বে বঙ্গবন্ধু যে রাজাকারদের মাফ করে দিয়েছেন তারা মাফের মধ্যে থাকবে। তাদের সামান্যতম উত্যক্ত করা যাবেনা। তারা যদি আমাদের হত্যাও করে তবুও না।’

বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ( ১৯৭২-৭৫, চার খন্ড) প্রকাশনা অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন।

কা‌দের সি‌দ্দিকী ব‌লেন, আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না ‌তেমনি আমার বোন শেখ হাসিনার কাছেও কিছু প্রত‌্যাশা করি না। কিন্তু তারা যখন ভুল করেন, অন্যায় করেন। তাদের দ্বারা যখন কোনো ভুল সংগঠিত হয় তখন আমি আহত হই। তখন আমি ব্যথিত হই।

তি‌নি ব‌লেন, আমরা বঙ্গবন্ধুকে বড় করতে পারি নাই। আমরা তার অযোগ্য সন্তানেরা তাকে নষ্ট করেছি। ধীরে ধীরে বঙ্গবন্ধু নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি এতটা নিষ্ক্রিয় কখনই ছিলেন না। আমাদের উচিত ছিলো তাকে রাজনৈতিক গন্ডির বাইরে এনে জাতীয় গন্ডির মধ্যে রেখে জাতীয় ভাবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থাপন করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক নেতা ছিলেন। তাকে আরও প্রতিষ্ঠিত করা উচিত ছিলো কিন্তু আমরা তা পারি নাই।

অধ্যাপক ড. আবু সাইয়িদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনাপ্রধান এম হারুন- উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোহসীন হোসেন পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ