• আজ সকাল ৬:০৯, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাত পোহালেই বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ, বেলস পার্কে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

 

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে আগামীকাল বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে। তবে আগেই সমাবেশস্থলে নেমেছে নেতাকর্মীদের ঢল। পথে পথে বাঁধা উপক্ষো করে বেলস পাার্কে এসে পৌঁছেছেন তারা। কেউ এসেছে দুইদিন আগে, কেউবা একদিন আগে। পরিবহন ধর্মঘটের কারণে সমাবেশে আসতে পারবেন না এই আশঙ্কায় আগেই উপস্থিত হয়েছেন সেখানে। নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও আসছে- আগতদের সঙ্গে কথা বললে এমনটাই জানিয়েছেন তারা।

ইকবাল হোসেন পটুয়াখালী থেকে এসেছেন। সমাবেশ সফল করতে দুই দিন আগেই তিনি বরিশালে এসেছেন। মাঠের এক পাশে তাবু টানিয়ে থেকেছেন গত রাত, আজ রাতও এখানেই কাটাবেন বলে জানিয়েছেন।

নিজেকে একজন বিএনপির কর্মী দাবি করা ইকবাল হোসেন ব্রেকিংনিউজকে বলেন, আমাদের আটকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। যার কারণে আমরা আগেই চলে এসেছি। দুইদিন যাবত এই মাঠে অবস্থান করছি। আজ রাতও এখানে থাকব। সমাবেশ সফল করে বাড়ি ফিরব। আসার পথে নানা জায়গায় বাধা দেয়া হয়েছে। গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়েছে। হেঁটে এসেছি। কিছুদূর এসে আবার গাড়িতে উঠেছি, তবুও আমাদের আটকাতে পারেনি।

তিনি বলেন, বাড়ি থেকে আসার সময় সঙ্গে চিড়া, মুড়ি, গুড় এনেছিলাম। গত দুইদিন এগুলো খেয়েই ক্ষুধা নিবারণ করছি।

ছাত্রদলের কর্মী ফয়সাল আহমেদ বলেন, আমরা ৩ তারিখ সকালে বাড়ি থেকে বের হয়েছি। আমাদের বাধা দেয়া হয়েছে। বরিশাল ঢুকার আগে আমাদের বহরের সামনের গাড়ি আটক করে ছাত্রলীগ। সেখানকার এক ভাইয়ের কাছ ফোন কেড়ে নিয়েছে। পরে গাড়ি ঘুরিয়ে দিয়েছে। এই সংবাদ পাওয়ার পর আমরা অন্য রাস্তা দিয়ে এখানে এসেছি।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে সমাবেশ করেছে বিএনপি। এছাড়াও আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে দলটির।

চাল, ডাল, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরগুলোতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ