রামগতি উপজেলা এবং পৌর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৪, ২০২২ ৮:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৪, ২০২২ ৮:০২ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
লক্ষ্মীপুর জেলাধীন রামগতি উপজেলা এবং রামগতি পৌর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। উক্ত প্রতিনিধি সভা উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক এ.বি.এম আশরাফ উদ্দীন নিজান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশীদ ভিপি হারুন সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।