• আজ সকাল ৮:০৫, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাশিয়ার হুঁশিয়ারি: আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা হলে কঠোর প্রতিক্রিয়া দেবে মস্কো

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

রাশিয়ার হুঁশিয়ারি আমেরিকার ক্ষেপণাস্ত্র
 

রাশিয়ার হুঁশিয়ারি আমেরিকার ক্ষেপণাস্ত্র দিয়ে বলেছে, যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তারা “যথাযথ ও কার্যকর” প্রতিক্রিয়া জানাবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ওপর এ ধরনের হামলা “যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সমান হবে।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন। তার মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই মাস আগে নেওয়া এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার হুঁশিয়ারি আমেরিকার ক্ষেপণাস্ত্র বিষয়ে পরামর্শ নিয়েছেন কি না, কিংবা তিনি এই সিদ্ধান্ত বহাল রাখবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনের আগে মি. ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন।

Image Source: https://www.bbc.com

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!