• আজ দুপুর ২:৪৩, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাশিয়াকে জেলেনস্কির হুঁশিয়ারী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৯:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ

 

‘যুদ্ধ তখনই শেষ হবে, যখন রাশিয়া বুঝবে তাদের আর হারানোর মতো সৈন্য অবশিষ্ট নেই’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন মন্তব্য করেছেন।

মঙ্গলবার রাতের ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সামনে এমন দিন আসছে, যখন রাশিয়ার ক্ষতির পরিমাণ সহনীয় মাত্রার অনেক বাইরে চলে যাবে।’

এসময় জেলেনস্কি সতর্কতা দিয়ে বলেন, সামনের শীতকাল হবে ইউক্রেনের জন্য ভয়াবহ। এই সময়ে কয়লা ও গ্যাস বিদেশে রপ্তানি করা হবে না বলেও জানান তিনি।

তার দাবি, ডনবাসে ইউক্রেন বেশ নায়কোচিত অবস্থায় আছে।

এছাড়াও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ব্যাপারে জোর কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানিয়েছেন জেলেনস্কি।

রাশিয়ার যুদ্ধাপরাথের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং রাশিয়াকে আইনের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়াও অব্যাহত রেখেছে ইউক্রেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ