রাশিয়া কর্তৃক ইউক্রেনের আগ্রাসনে বিএনপি’র উদ্বেগ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৪, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৪, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
গত ৭ দিন যাবত ইউক্রেনবাসীর উপর রাশিয়ার অমানবিক আক্রমন ও তার ফলে সৃষ্ট ১০ লক্ষ মানুষের উদ্বাস্ত হওয়া সমস্যা বিষয়ে ও শত শত নিরীহ ইউক্রেনবাসীর সঙ্গে একজন বাংলাদেশী নাবিকের নিহত হওয়ায় গভীর শোক ও উদ্বেগ ব্যক্ত করছে বিএনপি। এই আক্রমনকে ইউক্রেনের উপর চাপিয়ে দেয়া যুদ্ধ এবং তার স্বাধীনতা সার্বভৌমত্বের সুস্পষ্ট লংঘন বলে মনে করে বিএনপি।
এ ধরনের আধিপত্যবাদী ও সম্প্রসারণবাদী তৎপরতা জাতিসংঘের সনদ অনুযায়ী অপরাধ। ইতিমধ্যেই মাত্র পাঁচটি দেশ বাদে জাতিসংঘের বিশেষ অধিবেশনে এই আক্রমনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। মাত্র পাঁচটি দেশের বিরোধীতা ও ৩৫টি দেশের পক্ষ গ্রহনে বিরত অবস্থান বাদে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নসহ বিশে^র প্রায় সকল দেশ তথা বিশ্ববাসী এই আক্রমনের তীব্র নিন্দা জানিয়ে অবস্থান নিয়েছে।
বাংলাদেশের জনগণ ইউক্রেনসহ যেকোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মৌলিক অধিকারকে শ্রদ্ধা করে এবং তার সীমা লংঘনকে বিরোধিতা করে। কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীন জবাবদিহিতা বিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনমতকে তোয়াক্কা করেনা। বিএনপি সব সময়ই সকল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার স্বার্থে প্রবাহমান বিশ^জনমতের পক্ষে। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নিমূল করা এবং মানবাধিকার লংঘনে জাতিসংঘের নিন্দা প্রস্তাবের ক্ষেত্রেও সরকার একইভাবে দেশবাসীর আশা-আকাক্সক্ষার বিপরীতে ভূমিকা নিয়ে ছিল।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে কার্যকরী অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ সরকারের কর্মকান্ডে এটাই প্রতীয়মান হয় যে, বাংলাদেশ সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরন করছে যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে দেশবাসীর স্বঃতস্ফুর্ত জনমত গোটা বিশ্বের গণতান্ত্রিক ও মানবাধিকার বিষয়ক মূল মন্ত্রের সাথে মিশে আছে। কিন্তু দেশের ক্ষমতাসীন সরকার তার ক্ষমতা কুক্ষিগত রাখতে দেশবাসীর জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থেকেছে। যা বাংলাদেশের সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থি।
বিএনপি জাতিসংঘের নেতৃত্বে গণতন্ত্র ও মানবাধিকার এর পক্ষে প্রবাহমান বিশ্বজনমত ও মূল্যবোধের পক্ষে বাংলাদেশসহ বিশে^র সকল শক্তিকে সুদৃঢ় অবস্থান গ্রহনের প্রত্যাশা ব্যাক্ত করছে। যুদ্ধরত দুই দেশের চলমান আলোচনার ধারাবাহিকতায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদাত্ত আহ্বান জানাচ্ছে।