• আজ রাত ২:৪০, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিজওয়ান পাকিস্তানের নতুন ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

 

মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আগা সালমান। আজ লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ ঘোষণা দেন। এসময় রিজওয়ান ও সালমানের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ ও আজহার আলী।

আগামী ৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে রিজওয়ানের অধিনায়ক হিসেবে অভিষেক হবে। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন ১৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষেই। পরে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজেও অধিনায়ক থাকবেন রিজওয়ান, তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হবে এবং সেখানে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক সালমান।

২০১৫ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া রিজওয়ান ৭৪টি ওয়ানডে ও ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৪০১ রান করেছেন। ২০২১ সালে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার পান। রিজওয়ানের নেতৃত্ব প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান নাকভি বলেছেন, “তার নিবেদন ও নেতৃত্ব দলকে সফল হতে সাহায্য করবে।” রিজওয়ান বলেছেন, “এই দায়িত্ব আমার জন্য অনেক সম্মানের, এবং দল ও ভক্তদের প্রত্যাশা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!