রূপগঞ্জে তিতাসের টিমের উপর হামলা ব্যবস্থাপকসহ আহত-৫
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার পথে তিতাসের বিচ্ছিন্ন টিমের উপর আতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় আ’লীগ সন্ত্রাসীরা। হামলায় তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ বিচ্ছিন্ন টিমের ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায়। তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আমিসহ তিতাসের অন্যান্য কর্মকর্তারা রূপগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় বেলা ১২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি এলাকাবাসী জাসতে পেরে এলাকাবাসী ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ তিতাসের বিচ্ছিন্ন টিমের উপর অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানকে অবরূদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহযোগীতায় তিনি উদ্ধার হন। এক পর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় আ’লীগের নেতা, কর্মী এলাকাবাসীর তোপের মুখে তিতাস কর্মকর্তারা ফিরে আসতে বাধ্য হয়। এ ঘটনায় তিনিসহ বিচ্ছিন্ন টিমের ৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির মোল্লা বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার সময় এলাকাবাসী তিতাস কর্মকর্তাদের অবরূদ্ধ করে রাখেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
