• আজ রাত ৯:৫৬, বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেকর্ড গড়ে রোনালদোকে ট্রল করলেন ইয়ামাল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ

 

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে ছিল, তখন ৭৭তম মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢুকে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে লামিনে ইয়ামাল দারুণ শটে গোল করেন। চলতি মৌসুমে লা লিগায় এটি ইয়ামালের পঞ্চম গোল। পুরো মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তিনি ৬ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন। এই গোলের মাধ্যমে প্রথম এল ক্লাসিকোতে স্কোর করলেন তিনি, যা তাকে সর্বকনিষ্ঠ এল ক্লাসিকো গোলদাতার স্বীকৃতি দিয়েছে।

গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন, যা বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর ১৭ বছর ৩৫৬ দিনের রেকর্ড ভেঙেছে। তবে শুধু গোলই নয়, ইয়ামাল আলোচনায় এসেছেন উদযাপনের কারণেও। গোলের পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদযাপন (যার অর্থ ‘শান্ত থাকো, আমি আছি’) ফিরিয়ে এনেছেন তিনি, যা সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘কালমা, অভিযান সম্পন্ন।’

ম্যাচ জয়ের অনুভূতি প্রকাশে ইয়ামাল বলেন, ‘আমি বলতে চাই, বার্সা দীর্ঘজীবী হোক। চলো এগিয়ে যাই এবং লা লিগা জিতি। আমরা এটার জন্যই লড়াই করব।’

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ