• আজ সন্ধ্যা ৬:৫৪, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রৌমারী উপজেলায় প্রথমবার ব্যারিস্টার হওয়ায় খুশির জোয়ার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রথম কেউ ব্যারিস্টার হওয়ায় খুশির জোয়ারে ভাসছে এলাকাবাসী ও শুভকাঙ্ক্ষিরা। কেউ আবার খুশিতে মিষ্টি বিতরণ করছেন। ব্যারিস্টার মৌসুমী আক্তার ২৫ মে ১৯৮৭ সালে রৌমারী উপজেলার কলেজপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মিজানুর রহমান (রঞ্জু) ও মাতা হাসনা বানু।

সস্প্রতি তিনি বার এট ‘ল’ (ব্যারিস্টার) হওয়ার উদ্দেশ্যে ইংল্যান্ড বার স্ট্যান্ডার্ড বোর্ড এর অধীনে এবং বিপিপি ইউনিভার্সিটি অফ লন্ডন তত্ত্বাবধানে ব্রিটিশ ‘ল’ ওপর পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

তিনি ২০১৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য (অ্যাডভোকেট) এবং ২০১৮ সালে ইনকাম টেক্স ‘ল’ ইয়ার হন। তিনি রৌমারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রৌমারী মহিলা মহাবিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ‘ল’ ডিগ্রি (এলএলবি) এবং মাস্টার্স অফ ‘ল’ (এলএলএম) ডিগ্রি অর্জন করেন। তিনি কল টু দ্যা বার এর অনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্দেশ্য কিছু দিনের মধ্যেই লন্ডনের পথে পাড়ি জমাবেন। তিনি তার পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন।

ব্যারিস্টার মৌসুমী আক্তার সাক্ষাৎকারে বলেন, আমার নিজ এলাকায় অনেক হতদরিদ্র ও নির্যাতিত পরিবার আইনের আশ্রয় নিতে গিয়ে দিনের পর দিন কোর্টের বারান্দায় গিয়ে হয়রানির শিকার হচ্ছে। তাই আমার দায়িত্ববোধ থেকে এলাকার মানুষের জন্য রৌমারীতে লিগ্যাল এইড অফিস খুলবো। যেখান থেকে অসহায় মানুষ বিনামূল্যে আইনগত পরামর্শ পাবেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ