• আজ সন্ধ্যা ৭:০৬, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে আওয়ামীলীগের দু গ্রূপে সংঘর্ষ, দুইপুলিশসহ আহত ৩০ জন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৩১, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৩১, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা ঢালীকান্দি ও কাচারিকান্দি এলাকায় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে মারধর করার জের ধরে এলাকায় মঙ্গলবার সকালে আওয়ামীলীগের দু’ গ্রæপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দু জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অনন্ত ৩০ জন মারাতœক আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপতাল, বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এর মধ্যে টেটা বৃদ্ধসহ তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় শত শত বোমার বিস্ফোরন,অর্ধশতাধিক বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর করেছে, ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিনোদপুর ইউয়িন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহত সরোয়ার হোসেন খান,পালং থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, গত সোমবার রাতে শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা এমদাদ মাদবর গয়াতলা বাজার থেকে বাড়ী ফেরার পথে বিনোদপুর ঢালী কান্দি এলাকায় তার উপর হামলা করে প্রতিপক্ষের লোকেরা। এতে সে মারাতœক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভতি করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা ঢালীকান্দি ও কাচারিকান্দি এলাকায় সাবেক মেম্বার ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য এমদাদ মাদবরের সমর্থকরা রাম দা, ছেন দা, টেটা, বল্লব ও হাত বোমা নিয়ে বিনোদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য কোব্বাছ মাদবরের সমর্থকদের বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা কওে ভাংচুর করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কোব্বাছ মাদবরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে বোমা ও দেশীয় অস্ত্রে আঘাতে চিকন্দি পুলিশ ফাড়ির এস আই সমেন্দ্র নাথ বিশ^াস (৪২), এ এস আই বিশ^জিৎ (৩৪), স্থানীয় আবু আলেম বয়াতী(৪৫), সরোয়ার খান (৪০), মাহবুব মাদবর (২০), ইলিয়াস মাদবর (২২) স্বপন মাদবর (৩০), নুর নেছা (৪৫), মোস্তাক বেপারী (৪০), মকফর বেপারী (৪৫), মিজানুর রহমান (৩০), জলিল বেপারী (৫৫) দিদার চৌকিদার (৩৪), লিটন মন্সি(৪০), সফি বেপারী (৪৫), করিম মোল্লা (৫০), ওলিউর রহমান(৫৫), হুমায়ুন মোল্লা (৪০), রবিন মিয়া (২০), সায়েদ বেপারী (৪৫), দেলোয়ার বাছার (৫০), আব্দুল হাকিম সহ অন্তত ৩০ জন মারাতœক আহত হয়েছে। আহতদের মধ্যে টেটা বৃদ্ধ স্বপন, দিদার চৌকিদার সহ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
আহত বিনোদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার লিটন মুন্সি বলেন, গতকাল রাতে সাবেক মেম্বার এমদাদ মাদবরকে কোব্বাছ মাদবরের সমর্থকরা হামলা করে মারাতœক আহত করে। আজ সকালে তার সমর্থকরা এর প্রতিবাদ করায় সংঘর্ষের সৃস্টি হয়।
দোকান দার আব্দুল হাকিম মাদবর বলেন আজ সকালে পুলিশের উপস্থিতিতে আমাদের দোকান পাটে কোব¦াস মাদবরের নির্দেশে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এবং আমাদের অনেককে কুপিয়ে, বোমা মেওে মারাতœক আহত করেছে।
চিকন্দি ফাড়ির ইনচার্জ সমেন নাথ বিশ^াস বলেন মারামারি থামাতে গিয়ে আমি সহ দুজন আহত হয়েছি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, সাবেক মেম্বার এমদাদ মাদবর কে মারধরের ঘটনা কে কেন্দ্র করে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থক দেও মধ্যে আজ মঙ¦গলবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করছে। পরিত্যক্ত অবস্থায় আমরা দুটি তাজা বোমা উদ্ধার করেছি। এখন ও কোন মামলা হয়নি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ