শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত!
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:৩০ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ (শরীয়তপুর সরকারি কলেজ) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর ও যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান সাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গে দায়ের ওই কমিটি বিলুপ্ত করা হয় বলে ওই পত্রে জানানো হয়।
জানা গেছে, গত বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ বাংলা বিভাগের ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা ছিল। এসময় এক্সটার্নালদের আগমন উপলক্ষে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। এতে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দারকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে বাংলা বিভাগে হাজির হয় তারা। সেই সঙ্গে বিভাগীয় প্রধানকে গালাগাল করতে থাকে। একপর্যায়ে একই বিভাগের শিক্ষক বিএম সোহেল সেখানে প্রতিবাদ করলে তাকে লাথি-কিল-ঘুষি মারে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক বিএম সোহেল। পরে বিষয়টি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কে জানানো হয়। অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি সোহাগ বেপারী ও রাসেল জামাদ্দারকে ভুক্তভোগী ওই শিক্ষক সোহেলের কাছে কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বিষয়টি সুরাহা হয় বলে জানান কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান। এ ঘটনার পর দলীয় শৃ্খংল ভঙ্গের দায়ে জেলা ছাত্রলীগৈর আহবায়ক মহসিন মাদবর ও যুগ্নআহবায়ক রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে (শরীয়তপুর সরকারী কলেজ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ শাখা াত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।