শরীয়তপুরে টিসিবির পণ্য সরবরাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২০, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২০, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি ॥ পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে জেলার ৩১ হাজার ৬৩৯টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌছে দেয়ার লক্ষ্যে সরকার টিসিবির মাধ্যমে (২০ মার্চ) থেকে একযোগে শরীয়তপুর জেলার ৬৬হাজার ৩৩জন উপকারভোগীর মধ্যে কার্ড এর মাধ্যমে ২ কেজি করে মশুর ডাল ,২ কেজি চিনি, ২ কেজি করে ভোজ্যতৈল বিতরন কাজ শুরু করেছে। এরমধ্যে সদর উপজেলার ১১টি ইউনিয়নে ১৩হাজার ৫৩০জন ,জাজিরা উপজেলায় ১০হাজার ৮৮৯ জন,নড়িয়া উপজেলায় ১১হাজার ৯৬৫ জন,ডামুড্যা উপজেলায় ৫হাজার ৬৮১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ১৩হাজার ৪৬২জন ও গোসাইরহাট উপজেলায় ১০হাজার ৫০৬ জন। পন্য সরবরাহের প্রথম দিনে রোববার সকাল সাড়ে ১০টায় রুদ্রকর ইউনিয়ন পরিষদের ১৫৮৭ টি পরিবারের মধ্যে এ পণ্য সরবরাহ শুরু করেন রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ঢালি। তার সাথে ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোহন মিয়া, ইউপি সচিব মোঃ রাকিব হোসেন,মেম্বার মাহমুদুল ইসলাম মেহেদী, ছায়েদ সেখ, মোঃ শাগয়িাজ সরদার, মহব্বত খান,ইনামুল হক, কামাল গাজি, মোঃ হানিফ সরদার, মিজানুর রহমান ঢালি, মোঃ হানিফ সরদার, আঃ আউয়াল টুটুল ঢালি, তানিয়া আকতার, মাজেদা বেগম, মোসাঃ রাহিমা রেগম।