• আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে মহিলা দলের সভানেত্রীকে সভাপতির পদ থেকে অপসারনের দাবিতে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১২, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১২, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার নবগঠিত মহিলা দলের সভানেত্রী আল আসমা উল হুসনা অন্য জেলার বাসিন্দা হওয়ায় তাকে অপসারন করে পূণরায় নতুন কমিটি ঘোষণার দাবিতে প্রতিবাদসভা করেছে শরীয়তপুর জেলা মহিলাদলের নেতৃবৃন্দ। শনিবার (১২ মার্চ) বেলা ১১টায় শরীয়তপুর কোর্ট এলাকার মোল্যা বাড়িতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ও নবগঠিত মহিলা দলের কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদিকা ফারহানা নিপা (মেম্বার), জেলা কমিটির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক ও জেলার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদিকা রুমা হামিদ প্রমূখ। এসময় জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফারহানা নিপা তার বক্তব্যে অবিলম্বে শরীয়তপুর জেলা মহিলা দলের সভানেত্রীর পদ থেকে অন্য জেলার বাসিন্দা আসমা উল হুসনা’কে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করার দাবি করেন। আর রুমা হামিদ তার বক্তব্যে বলেন, অপরিচিত লোক ত্যাগী কর্মীদের বাদ দিয়ে জেলা মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্য জেলার বাসিন্দা আসমা উল হুসনা কেন্দ্রকে ভুল বুঝিয়ে এগুলো করেছে। আমরা দ্রুত তার অপসারন চাই। এ সময় বক্তারা আরও কঠিন আন্দোলনের যাওয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য, আল আসমা উল হুসনাকে সভানেত্রী ও শাহনাজ মৃধা’কে সাধারণ সম্পাদিকা করে ৫ মাচর্ শরীয়তপুর জেলা মহিলা দলের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ