শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জহির ও সম্পাদক সাঈদ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদকনির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট মো. আবু সাঈদ। সিনিয়র সহ-সভাপতি অমিত ঘটক চৌধুরী, সহ-সভাপতি জালাল আহমেদ সবুজ (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক হাওলাদার(বিনা প্রতিদ্বন্দ্বীতায়), অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ হোসেন সেজান, লাইব্রেরী সম্পাদক খবির উদ্দিন, অডিটর মো. বজলুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সদস্য আসাদুল ইসলাম শুভ্র, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন রাজু, রাশিদা মির্জা ও আজিজুর রহমান রোকন।
স্বাধীন খবর ডটকম/আ আ
