শরীয়তপুর পৌর এলাকায় ১২ বছর জলাবদ্ধতা ৪শ বিঘা ফসলী জমি পানির নিচে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ
মোঃ আবুল হোসেন সরদার.শরীয়তপুর ॥ শরীয়তপুর শহরের পানি নিস্কাশনের একমাত্র খালটি প্রভাবশালীরা অবৈধ ভাবে দখল করে ভরাট করার কারনে প্রায় ১২ বছর যাবত পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চর পালং এলাকায় প্রায় ৪শ বিঘা ফসলী জমি পানির নিচে ডুবে রয়েছে। কমপক্ষে ৩ হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছে। এ নিয়ে পৌরসভায় এলাকাবাসী লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পায়নি।
চরপালং এলাকার ইদ্রিস মাদবর ও মোসলেম মিয়া বলেন, শরীয়তপুর পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হলেও কোন সুযোগ সুবিধা বাড়েনি নাগরিকদের। বিশেষ করে শরীয়তপুর পৌর শহরের পানি নিস্কাশনের জন্য ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত একমাত্র শরীয়তপুর-কোটাপাড়া খালটি এক শ্রেনীর প্রভাবশালীরা অবৈধ ভাবে দখল করে বড় বড় ইমারত তৈরী করেছে। ফলে পৌরসভার ৩নং ওর্য়াড এলাকার পানি নামতে পারছে না। কোটাপাড়া থেকে রাজগঞ্জ পর্যন্ত চরপালং ্এলাকায় প্রায় ৪শ বিঘা ফসলী জমি প্রায় ১১ বছর ধরে পানির নিচে ডুবে আছে। ১২ মাস পানির নিচে ডুবে থাকার কারনে কৃষকেরা চাষাবাদ করতে পারছেন না। ঐ এলাকার প্রায় ৩ হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হয়ে কোন প্রকার নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা মানবেতর জীবন যাপন করছেন। শুকনো মৌসুমে ও তারা নৌকা দিয়ে পারাপার হয়ে বাড়ি থেকে শহরের আসতে হচ্ছে। এলকাবাসীর অভিযোগ প্রতি বছর দফায় দফায় পৌরকর বাড়লেও পৌরসভার কোন সুযোগ সুবিধা বাড়ছে না। পৌর কতৃপক্ষকে বার বার তাগিদ দেয়ার পরেও তারা কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না। তাদের দাবী এ এলাকার জলাবদ্ধতা দুর করতে অনতি বিলম্বে পানি স্কিাশনের জন্য একটি ড্রেন নির্মানের ব্যবস্থা করা হোক। অন্যথায় এ ্ওলোকার কৃষকেরা মাঠে মারা যাবে।
শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকার ৩নং ওয়ার্ডের ভুক্তভোগী আমেনা বেগম বলেন, ১১/১২ বছর ধরে চর পালং এলাকায় জলাবদ্ধাতা সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে ও আমাদের পানি দিয়ে যাতায়াত করতে হয়। পৌরসভা নির্বাচনের আগে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে তা আর রাখে না। আমরা এখন অসহায়।
চরপালং এলাকার আনোয়ার মাদবর বলেন, আমাদের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের। এ জলাবদ্ধতা দুর করতে উে কোন পদক্ষেপ নেয় না। ফলে এ এলাকার বাসিন্দারা চরম কষ্টের মধ্যে বসবাস করছি। জরুরী ভিত্তিতে একটি ড্রেন নির্মান করার জন্য পৌর কতৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।
শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন বলেন, ৩নং ওয়ার্ডে দীর্ঘ দিনের সমস্যা জলাবদ্ধতা। এ কারনে কৃষকেরা জমিতে ফসল ফলাতে পারছে না। এ জলবদ্ধতা দুর করার জন্য প্রাথমিক পর্যায়ে ছোট ড্রেন করে পালং খালে পানি নামানোর ব্যবস্থা করবো। এরপরে স্থায়ী ভাবে জলাবদ্ধতা দুরীকরনের জন্য পদক্ষেপ নিব।