• আজ দুপুর ২:৪৪, বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ মিনারে চলছে গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

শহীদ মিনারে চলছে গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশ
 

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে গণসংহতি আন্দোলনের আয়োজিত জুলাই গণসমাবেশ। দেশের বর্তমান রাজনৈতিক সংকট, গণতন্ত্রের অবক্ষয় এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে এই সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। তারা এই শাসনের অবসান ঘটিয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।

গণসংহতি আন্দোলনের নেতারা জানান, এই জুলাই গণসমাবেশ কেবল একটি প্রতিবাদ নয়, এটি হচ্ছে জনতার ঐক্য ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ ধাপ। বক্তারা জনগণকে রাজপথে নামার আহ্বান জানান এবং বলেন, গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ