• আজ সন্ধ্যা ৬:৪১, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষকরা: সমালোচনার ঝড়!

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি:
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে শরীয়তপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি করতে এসে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির ওপর জুতা ও স্যান্ডেল পায়ে দাঁড়িয়ে আন্দোলন করার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। তবে এ সময় শিক্ষকদের জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে ওঠার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আন্দোলনরত কয়েকজন শিক্ষক শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে কথা বলছেন এবং আড্ডা দিচ্ছে। এ সময় প্রত্যেকের শিক্ষকেরই পায়ে জুতা ছিল।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফ রুদাদ বলেন, যেসব শিক্ষক শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে দাঁড়িয়ে ছিলেন। তাদের সবাইকে শিক্ষকতা পেশা থেকে অপসারণ করতে হবে এবং ওইসব শিক্ষকদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রসমাজ দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আনোয়ার কামাল বলেন, শহীদ মিনার পবিত্র জায়গা। এখানে যারা শহীদ বেদিতে জুতা পায়ে উঠছে, তারা কাজটি ঠিক করেননি। এটা খুবই দুঃখজনক।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এমারাত হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, যাদের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের যদি সম্মান দিতে না পারি তাহলে জাতি আমাদের থেকে কি শিখবে। আমি খবর নিচ্ছি, শহীদ মিনারে যারা জুতা পায়ে উঠেছে তারা অন্যায় করেছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ