• আজ রাত ৩:০৭, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাকিবের সঙ্গে বিয়েটা না হলে খুশি হতেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

 

বিয়ের বিষয়টি দীর্ঘ দিন আড়ালে রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বর্তমানে দুইজনেই আলাদা থাকছেন। জীবনের যাত্রাপথে কোনো ঘটনা না ঘটলে খুশি হতেন- এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা— সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভাল হত’।

‘আজকের শর্টকাট’ ছবির প্রচারে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অপু এসব কথা বলেন। ‘শর্টকাট’ ছবি দিয়ে টলিউডে অভিষেক হচ্ছে অপুর। নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

বিয়ে নিয়ে আক্ষেপ থাকলেও মাতৃত্ব নিয়ে খুশি অপু। কোন ঘটনায় খুশি এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘‘মা হয়েছি। ভুল করে হলেও…’। শাকিব খানের সঙ্গে আবার কবে পর্দায় দেখা যাবে এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘দর্শক যে দিন চাইবেন’।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!