শাকিব-বুবলীর সন্তান প্রকাশ্যে, আসছে আনুষ্ঠানিক ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

কয়েক দিন ধরে শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে নানা গুঞ্জন দেখা দিলেও অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে। এই তারকা জুটির পুত্র সন্তান শেহজাদ খানের বয়স আড়াই বছর বলে জানা গেছে।
শেহজাদ খানের সঙ্গে শাকিব-বুবলীর কয়েকটি স্থিরচিত্র ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বুবলী নিজের ফেরিভাইড ফেসবুক পেজে শেহজাদ খান বীর এবং শাকিব খানের কয়েকটি ছবি প্রকাশ করেন। পাশাপাশি সেখানে তিনি লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’
তিনি আরও লিখেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
অন্যদিকে বুবলীর পোস্টের পর শাকিব খানও একই স্ট্যাটাস দিয়েছেন।
এদিকে, পারিবারিক সূত্র এবং ঘনিষ্ঠজনদের কাছে থেকে জানা গেছে, আজ শুক্রবার দিনের যে কোনো সময় শাকিব খান ও বুবলী ফেইসবুকের মাধ্যমে তাদের সন্তান শেহজাদ খানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন। এ জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
স্বাধীন খবর ডটকম/আ আ
