শাহজালাল কলেজিয়েট স্কুলের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৮, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৮, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি
মহাম স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের শাহজালাল কলেজিয়েট স্কুলে ক্যাম্পাস-১ এ চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (২৬ শে মার্চ) জমকালো আয়োজনে স্কুল প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল সেলিম আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুমিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক মখলিছউর রহমান, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মহি উদ্দিন ফারুক, ইছরাব আলী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কয়েছ আহমদ, শাহজালাল রঃ মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন ভুইঁয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, ওয়েসিস হসপিটাল সিলেটের ফাইন্যান্স ডিরেক্টর ডাক্তার নুরুল হাসান সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি
স্বাধীন খবর ডটকম/আ আ
