• আজ সকাল ৮:১৬, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহনূর কামালপুরীর গবেষণাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২০, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২০, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ

 

‘হযরত মাওলানা আশরাফ শাহ (রহ.) জীবন ও সাধনা’
বইটি একজন সাধকের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন
– এমাদ উল্লাহ শহিদুল ইসলাম

সিলেট প্রতিধিনি

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেছেন, গবেষণাধর্মী বই হযরত মাওলানা আশরাফ শাহ (রহ.) জীবন ও সাধনা’ লেখকের কথা, অভিমত এবং সাক্ষাৎকার দিয়ে সাজানো। মাওলানা আশরাফ আমাদের উপমহাদেশের আধ্যাত্মিক ধারা থেকে বিচ্ছিন্ন নন। বিজ্ঞানের চর্চা ধর্ম বাদ দেয়নি। কোথাও কোথাও একটু আলাদা। লেখক শাহনূর কামালপুরী ইতিহাসের অন্যতম এক স্বরূপ পাঠকের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। পাঠক এই বই পাঠে অনিসন্ধিৎসু হয়ে উঠবেন। ‘হযরত মাওলানা আশরাফ শাহ (রহ.) জীবন ও সাধনা’ বইটি একজন সাধকের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন।

শিকড়সন্ধানী লেখক শাহনূর কামালপুরী (ডা. মো. শানুর আলী মামুন) প্রণীত হযরত মাওলানা আশরাফ শাহ (রহ.) জীবন ও সাধনা বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আজির হাসিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ঢাকার সহকারী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম অচিনপুরী, ইসলামি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্য্যালয়ের মো. আবু সিদ্দিকুর রহমান এবং মাওলানা আবুল কালাম মো. মনোওর আলী।

আমিরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, কেমুসাসের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবর রহমান চৌধুরী অ্যাডভোকেট, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী ও আব্দুল ওয়াদুদ বিএসসি প্রমূখ।

সভাপতির বক্তব্যে ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, শাহনূর কামালপুরী শ্রদ্ধাবোধের তাগিদ থেকে বইটি লিখতে ব্রতী হয়েছিলেন। আজ পূর্ণতাদানের মাধ্যমে তিনি যে তৃপ্তি পেয়েছেন, তা প্রকাশহীন। লেখক নিজস্ব খ্যাতির জন্য লিখেননি। একজন ওলীকে প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য একান্ত আত্মতৃপ্তি থেকে কাজটি করেছেন।

আলোচনা সভা শেষে শিল্পী অর্পা বড়ুয়া ও সুমন বড়ুয়ার অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!