শুভ জন্মদিনে শুভেচ্ছা ও কিছু কথা”
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
সুদূর প্রবাসে বসবাস করছেন ” সায়েক এম রহমান “
আজ তাঁর শুভ জন্মদিনে জানাই হৃদয় নিংড়ানো অভিনন্দন আর আন্তরিক প্রতি ও শুভেচ্ছা । সায়েক এম রহমান একজন গুনিবান ব্যক্তি , ক্ষুর ধার লেখক , গবেষক , রাজনৈতিক বিশ্লেষক ও একজন বিশিষ্ট সাংবাদিক । তার মানে তিনি একজন বলিষ্ঠ কলম সৈনিক ।
জনাব সায়েক এম রহমানের সাথে আমার পরিচয় হয় তাঁর লিখা আর্টিক্যালের মাধ্যমে। বস্তু নিষ্ঠা লিখনি, উদ্দামতা আর অসীম সাহসীকতা , সব মিলিয়ে পরিপুর্ন মেধা আর প্রজ্ঞাশীল নিখুঁত দেশ প্রেমিক , গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল একজন বাংলাদেশী নাগরীক। আমি নিজেও একজন ক্ষুদে কলামিস্ট ।
এইতো কয়েক মাস পুর্বে সুদুর লন্ডন থেকে পুর্বের প্রকাশিত শীর্ষ খবর বর্তমান ” জনতার আওয়াজ ” বাংলা পত্রিকার দুই কর্নধার সায়েক এম রহমান ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খাঁন ভাসানীর জীবদ্দশায় খুবই কাচের ব্যাক্তি ডাঃ আবদুল আজিজের লিখা বই ” একটি ভোরের প্রতিক্ষায় ” ঢাকায় রিপোটার্স ইউনিটিতে মোড়ক উন্মচন অনুষ্টানে আমি একজন আমন্ত্রিত বক্তা ছিলাম। উক্ত মোড়ক উন্মচন অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেছিলেন বি এন পি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খাঁন । বিশেষ অতিথি হিসাবে ছিলেন সু বক্তা বি এন পি নেতা এডভোকেট মোয়াজ্জম হোসেন আলাল,নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সহ আরো অনেকের মাঝে সেই সময়কার সদ্য কারামুক্ত বিপ্লবী নেতা ইসহাক সরকার ঢাকার অবিভক্ত মেয়র মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান জনতার মেয়র খ্যাত ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
সেদিনকার ” একটি ভোরের প্রতিক্ষায় ” প্রকাশিত বইয়ের কিছু উল্যেখ্য যোগ্য শিরোনাম তুলে ধরছি।
এ কোন হিংস্রতা , বর্বরতা ! এর শেষ কোথায় ?
বিশ্বের সবছেয়ে নির্যাতিত মহিলা বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ।
প্রমানিত হল শেখ হাসিনার প্রতিহিংসার শিকার ” মা ” খালেদা জিয়া ।
এক নজরে আপোষহীন দেশ নেত্রী ” মা ” খালেদা জিয়া ।
জন্মভূমি ” মা ” তুমি জবান খুলো।
একটি ” গনবিষ্ফোরণ ” এখন সময়ের ব্যাপার।
তারেক রহমান কে নিয়ে সরকারের রাজনৈতিক স্ট্যান্ডবাজির শেষ কোথায় ?
দ্বিতীয় মুক্তিযুদ্ধ হাজির।
জিয়া তুমি স্বাধীনতা , জিয়া তুমি অম্লান।
আরো আরো গুরুত্বপুর্ন লিখা রয়েছে এই অসাধারন প্রকাশিত ” একটি ভোরের প্রতিক্ষায় ” বইটিতে।
ইতপুর্বে খুব সম্ভব ২০১৬ সালে বিশিষ্ঠ সাংবাদিক , কলামিস্ট , রাজনৈতি গবেষক ও বিশ্লেষক জনাব সায়েক এম রহমান রচিত ” অবরুদ্ধ বাংলাদেশ ” নামের আরেকটি বইয়ের মোড়ক উন্মচিত হয়েছিল ঢাকয়। দেশের এমন যাহেলীযুগের সময়তে সায়েক এম রহমানের লিখিত ও প্রকাশিত ” অবরুদ্ধ বাংলাদেশ ” বইটি দেশের মাঝে একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল । আমি অবাক হয়েছি সায়েক এম রহমানের এমন সাহসীকতায়। তখন শরু হয়েছিল দেশে ফ্যাসিস্টবাদের তান্ডব । যে তান্ডব বিরোধীদল ও দলের সকল কার্যক্রম বিলিন করা , হত্যা , খুন , গুম সহ নানাহ ব্যাবিচার ।
যাহা আজো বিদ্যমান ।
সায়েক এম রহমানের লিখা ” অবরুদ্ধ বাংলাদেশ ” বইতে ছিল আজকের দেশের ভয়াবহতার পুর্বাভাষ ।
বইটিতে যে সব লিখনি ছিল তার সবকটি গুরুত্বপুর্ন লিখনির মাঝে কটি শিরোনাম তুলে ধরলাম ।
সরকার এখন সন্ত্রাস করছে তা এখন ওপেন সিক্রেট।
নস্যাৎ গনতন্ত্র ; অকেজো রাস্ট্রযন্ত্রে কেমন আছেন তার।
নির্বাসিত গনতন্ত্রে , নতুন প্রজন্ম কী ভাবছে ?
নইলে এ হবে জুডিশিয়াল কিলং ।
জাতি একটি ভোরের প্রতিক্ষায় ।
নির্বাসিত গনতন্ত্রে , ডিজিটাল তেলেশমতি ।
গনতন্ত্রের মুক্তির অপেক্ষায় বাংলাদেশ ।
শুন্য গনতন্ত্রে ; ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কবলে বাংলাদেশ ।
তারেক রহমান আর সিনিয়র নয় , কো- চেয়ারম্যানই প্রয়োজন।
ফ্যাসিবাদ সরকারের এক আতংক ” তারেক রহমান “
ডিজিটাল বাংলাদেশ কি আজ ১৯৪৭ সালের ১৪ আগস্টের পুর্বে পা বাড়ালো ?
একটি সকালের প্রতিক্ষায় আজকের ক্ষত — বিক্ষত বাংলাদেশ।
নির্বাচন শব্দটা এখন আয়লা সিডরের চেয়েও ভয়ংকর।
আর অনেক তথ্যবহুল লিখনি রয়েছে এই বইটিতে।
সম্মানিত পাঠক বৃন্দ আমি মনে করি আমরা যারা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের সু মহান আদর্শের প্রকৃত অনুশারী এবং গনতন্ত্রে বিশ্বাসী সর্বপরি মহান স্বাধীতা স্বার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের অতন্দ্র প্রহরী মনে করি তাদের সবাই কে বলব আপনারা সকলই জনাব সায়েক এম রহমান ও ডাঃ আবদুল আজিজের লেখা বই ” একটি ভোরের প্রতিক্ষায় ” ও “অবরুদ্ধ বাংলাদেশ ” এই দুটো বই সংগ্রহ করুন। এতে অনেক অনেক তথ্যবহুল বিষয় অবগত হতে সক্ষম হবেন।
পরিশেষে আমি সায়েক এম রহমান কে আবারো জন্মদিনের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি । মহান রাব্বুল আল্ আমিন যেন তাঁকে তাঁর পরিপুর্ন রহমতের ছায়াতলে স্থান করে দিয়ে ইমান আমানে হেফাজত রেখে নেক হায়াতে তৈয়বা বকশিষ করেন এবং দেশ জাতীর কল্যানে নিজেকে আমৃত্যু নিয়োজিত রাখতে পারেন সেই দোয়া করছি।
নজরুল ইসলাম চৌধুরী
কলামিস্ট
সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা
নজরুল ইসলাম চৌধুরীর ফেইস বুক থেকে