• আজ ভোর ৫:২০, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন যেসব পথ খোলা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ

 

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তার নিরাপত্তা ও গোপনীয়তা অত্যন্ত কঠোরভাবে বজায় রাখা হচ্ছে। বাংলাদেশ সরকার সম্প্রতি তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে, যা ভারতে তার অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ভারতের সামনে তিনটি মূল বিকল্প রয়েছে:

  1. তৃতীয় দেশে আশ্রয়: ভারতের সরকার শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করছে, যেমন কাতার বা ইউরোপের কিছু দেশ। বাংলাদেশ সরকারের পাসপোর্ট বাতিল করার পরও, ভারতীয় কর্তৃপক্ষ ট্র্যাভেল ডকুমেন্ট দিয়ে তার যাত্রার ব্যবস্থা করতে পারে।
  2. ভারতে রাজনৈতিক আশ্রয়: ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত, যদিও এটি ভারতে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। অতীতে ভারত এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু এর পরিণতি দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্বস্তি সৃষ্টি করেছে।
  3. বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তন: কিছু ভারতীয় কর্মকর্তার মতে, ভবিষ্যতে উপযুক্ত পরিস্থিতি এলে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন সম্ভব হতে পারে। তবে বয়স ও রাজনৈতিক পরিবর্তন এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

ভারতের সরকার বর্তমানে সেরা বিকল্প হিসেবে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু তা সফল না হলে রাজনৈতিক আশ্রয়ও দেওয়া হতে পারে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!