• আজ রাত ২:৪৯, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেয়ারপ্রতি আয় কমেছে ঢাকা ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ

 

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২৫ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৫৭ পয়সা। এ আয়ের হ্রাসের কারণ হিসেবে ব্যাংকটি ঋণ ও অগ্রিমের বিপরীতে উচ্চ হারে প্রভিশন সংরক্ষণকে উল্লেখ করেছে।

ঢাকা ব্যাংক পিএলসি সম্প্রতি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার পরিচালনা পর্ষদের বৈঠকের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশিত হয়।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৭৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৮ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) এই প্রান্তিক শেষে হয়েছে ২২ টাকা ৯৬ পয়সা, যা ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ছিল ২২ টাকা ৫৯ পয়সা।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা প্রদানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঢাকা ব্যাংক তারল্যসহায়তা দেবে। বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগের অংশ হিসেবে অক্টোবরের শুরুতে ঢাকা ব্যাংকসহ ১০টি শক্তিশালী ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!