শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় স্বাধীনতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা ও মিছিলের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে দেশের রাজনৈতিক দলগুলো।
শনিবার (২৬ মার্চ) রাজধানী ঢাকায় ও সাভারের স্মৃতিসৌধে নানান কর্মসূচি পালন করেছে দলগুলো।
কর্মসূচি পালনের সময় রাজনীতিকরা মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির পাশাপাশি প্রায় সব রাজনৈতিক দল কর্মসূচি পালন করেছে।
বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীর পক্ষে মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিকল্প ধারার নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিকল্প ধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, বিকল্প ধারা মহাসচিবের একান্ত সহকারী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
স্বাধীনতা দিবসের ৫১ বছর পূর্তি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ মার্চ সকাল ১০টায় বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পার্টির পলিট ব্যুরো অন্যতম সদস্য আনিসুর রহমান মল্লিকের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শহীদদের প্রতি লাল সালাম জানানো হয়।
জাতীয় স্মৃতিসৌধে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীর নেতৃত্বে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেছে গণফোরাম। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মোস্তফা মোহসীন মন্টু বলেন, আজকের দিনটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে অবিস্মরণীয় দিন। আমরা বিশ্বাস করি, দল-মত নির্বিশেষে ঐক্যের মাধ্যমে দুঃশাসন হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জয় বাংলা স্লোগানকে অর্থবহ করবো এবং মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলবো।’
গণতন্ত্র, মানবাধিকার ও অবাধ নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছে এবি পার্টি। দিবসটি উপলক্ষে নগরীতে পতাকা মিছিল করেছে সংগঠনটি। এছাড়া, বিজয় নগরস্থ বিজয় একাত্তর চত্বরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে “স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও আমাদের অধিকারের সংগ্রাম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবি পার্টির আহ্বায়ক এ.এফ.এম. সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এবং এবি যুব পার্টির সমন্বয়ক এ.বি.এম খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ড. মাহবুব উল্লাহ, ইশতিয়াক আজিজ, তাজুল ইসলাম, পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
