সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আম্বরখানায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২০, ২০২২ ৭:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২০, ২০২২ ৭:৫৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক :: নগরীর চালিবন্দর এলাকায় যুক্তরাজ্য প্রবাসীর বাসায় কাজ করতে বাধা প্রদান, চাদা দাবি ও সন্ত্রাসী হামলা প্রতিবাদে বুধবার (৯ মার্চ) বিকাল ৪টায় আম্বরখানায় এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন প্রবাসী আব্দুল হকের বাসায় সন্ত্রাসী হামলা ও চাদাবাজদের গ্রেফতার করতে হবে।
বক্তারা বলেন প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের যান মালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। অবিলম্বে চাদাবাজ ও সন্ত্রাসের সঙ্গে জরিতদেও গ্রেফতার করে প্রবাসীর বাসার নিরবিঘ্নে কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা ও সাংবাদিক রহমত আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাবরিনা বেগম প্রমূখ।
সভায় বক্তারা প্রবাসীদের যানমালের নিরাপত্তায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্বাধীন খবর ডটকম/আ আ
