সমাবেশ বন্ধ করে ভারতীয় দূতাবাসে গেলেন ইসলামী আন্দোলনের ৫ নেতা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৭:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৭:৩৪ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
মহানবি হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতে এক বিজেপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে পূর্বঘোষিত সমাবেশ বন্ধ করে সংগঠনটির পাঁচ সদস্যদের একটি প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা হন।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে প্রতিনিধি দলটি ভারতীয় দূতাবাসের বাংলাদেশ প্রতিনিধির কাছে স্মারকলিপি দিতে রওনা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল সহকারে শান্তিনগর মোড় পর্যন্ত এগোলে ব্যারিকেড দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এতে মগবাজার থেকে পল্টন এলাকা পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সংগঠনটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসের বাংলাদেশ প্রতিনিধির কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়।
এদিন সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর পল্টন মোড়, কাকরাইল ও শান্তিনগরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ডিএমপির এ কর্মকর্তা।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আরও জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শান্তিনগর মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। তবে এরইমধ্যে সমাবেশে যোগ দেওয়া ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে যার যার মতো ফিরে গেছেন।
মহানবিকে (সা.) নিয়ে ভারতের বিজেপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। ওইদিন মিছিলটি বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ ধরনের মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান।