• আজ রাত ১০:২১, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের তাণ্ডব উত্তাল আন্দোলনে সমাপ্তি ঘটবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ২:৫০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সরকারের তাণ্ডব জনগণের আন্দোলনের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাস করেই টিকে আছে। সন্ত্রাসীর মাধ্যমে তারা ক্ষমতা ধরে রাখতে চায়। জনগণের উত্তাল আন্দোলনে তাদের সমাপ্তি ঘটবে।’

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে রাজধানীর শমরিতা হাসপাতালে আহত ছাত্রদল নেতা-কর্মীদের দেখতে গিয়ে তিনি এ সব কথা বলেন। বিএনপি মহাসচিবসহ দলে একাধিক নেতাকর্মী হাসপাতালে যান। তারা আহতদের চিকিৎসার বিষয়ে কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ছাত্রলীগের হামলায় প্রায় শতাধিক ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীরা ভয়াবহ তাণ্ডব ঢাকা বিশ্ব বিদ্যালসহ প্রায় শতাধিক ছাত্রনেতা কর্মীকে আহত করেছে। এমন কী হাইকোর্টের ভিতরে ঢুকে খুঁজে বের করে মেরেছে। তারা নারীদেরও রেহাই দেয়নি।

তিনি বলেন, আহতদের মধ্যে শুধু শমরিতা হাসপাতালেই ভর্তি রয়েছে ৫০ জনের বেশি। এছাড়া অন্যান্য হাসপাতালেও অনেকে রয়েছেন। প্রত্যাকে মারাত্বকভাবে আহত হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউ’তে আছে, মাথায় আঘাতপ্রাপ্ত আছে।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী কটূক্তি করার পর স্বাভাবিকভাবেই নিন্দ্রার যে ঝড় উঠেছে। এ ঝড়কে দমন করার জন্য তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এটা হচ্ছে ফ্যাসিকদের চরিত্র। আমরা এর তীব্র নিন্দ্রা জানাচ্ছি এবং অবিলম্বে ছাত্রদের যারা আক্রমণ করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আজকে এটা নতুন নয়, আওয়ামী লীগ সন্ত্রাস করেই টিকে আছে। সন্ত্রাসীর মাধম্যে তারা এদেশে ক্ষমতা ধরে রাখতে চায়। জনগণের উত্তাল আন্দোলনের স্রোতে এ সন্ত্রাসীদের সমাপ্তি ঘটবে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ