• আজ দুপুর ১:২২, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে : মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৯:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৯:২২ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যত শিগগির সম্ভব, অবৈধ সংসদ বাতিল করে জনগণকে নিজ হাতে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। বিপর্যস্ত অবস্থা থেকে দেশকে রক্ষা করতে এই সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে যায় না। তারা ১৯৭৫ সালে গণতন্ত্র হত্যা করেছিল। বর্তমানেও গণতন্ত্র হত্যা করে চলেছে।

রোববার (৬ নভেম্বর) যশোরে আয়োজিত দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, বর্তমানে বাংলাদেশ ধ্বংসের কিনারে। এই সরকার অর্থনীতি ধ্বংস করেছে। জ্বালানি ও বিদ্যুতের সঙ্কট সৃষ্টি করেছে। গায়ের জোরের প্রধানমন্ত্রী বলেছিলেন লোডশেডিং মিউজিয়ামে পাঠিয়েছেন। অথচ লোডশেডিং এখন জনদুর্ভোগের অন্যতম কারণ।

তিনি বলেন, দেশকে রক্ষা করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মুক্ত রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে। বিচার বিভাগকে স্বাধীন করতে হবে।

স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর আহম্মেদ আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!