সরকারের শাসন পদ্ধতি মাফিয়াদের মতো: রিজভী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ৪, ২০২২ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ৪, ২০২২ ২:১৬ অপরাহ্ণ

সরকারের শাসন পদ্ধতি মাফিয়াদের মতো মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সারাদেশে স্বাভাবিক পরিস্থিতি রাখতে চায় না। তাদের শাসন পদ্ধতি মাফিয়াদের মতো।
‘মাফিয়ারা যেমন কোনো নিয়ম-কানুন ও আইনের তোয়াক্কা করে না তাদের কোনো স্বার্থে আঘাত আসলে গুলি করে। এ সরকার পুরোপুরি মাফিয়াদের বৈশিষ্ট্য সংবলিত। গোটা দেশটাকে তারা দখল করে মানুষকে পরাধীন করে রেখেছে।’
শনিবার (৪ জুন) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, বাংলাদেশে বর্তমানে বিরোধী দলের সভা-সমাবেশের কোনো অধিকার নেই। বিএনপি কোনো সমাবেশ করতে গেলে প্রেস ক্লাবের সামনে চারদিক ঘেরা স্থানে অনুমতি দেওয়া হয়। অথচ আজ গণমাধ্যমে দেখলাম রাজধানীর সাটি বড় পয়েন্টে আওয়ামী লীগ সমাবেশ করছে। এক দেশে দুই আইন চলছে।
বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের মিছিল থেকে হামলা চালিয়ে তার বাড়ির আসবাবপত্র, গাড়ি ভাংচুর করে এবং চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।
এছাড়া আশপাশের বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের অন্তত ২৫টির বেশি দোকান ভাংচুর ও লুটপাট করে। আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে, এতে যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অংগ্য মারমাসহ ৩০ বিএনপি নেতাকর্মী আহত হন।
স্বাধীন খবর ডটকম/আ আ
