• আজ সন্ধ্যা ৬:৪৮, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার দেশের স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সরকার দেশের স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ভালো মানের চিকিৎসা পাওয়া জনগণের অধিকার’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি।’

আজ মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ প্লাস্টিকন আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড জাতীয় ইনস্টিটিউট আয়োজিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয় ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

এ সময় শেখ হাসিনা দেশের কোনো নাগরিক যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রেখে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।

স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন অবদান ও বিনিয়োগের বিবরণ তুলে ধরে প্রধামন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের স্বাস্থ্যখাতকে অবহেলিত অবস্থায় রাখা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ শুরু করে আজকের এ অবস্থায় নিয়ে এসেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় চিকিৎসকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জন্য কাজ করেছেন। চিকিৎসক ও নার্সরা মানবিকতার ক্ষেত্রে অনন্য নজীর স্থাপন করেছেন।’

অগ্নিদুর্ঘটনা থেকে সতর্ক থাকার পররামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন থেকে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এ জন্য একটি বিশেষ সচেতনামূলক প্রচারণা চালাতে হবে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরো সচেতন হতে হবে। বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় বেশি সতর্ক থাকতে হবে গৃহিনীদের।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রান্নার পর গ্যাস সিলিন্ডারের চাবিটি যত্ন করে বন্ধ করতে হবে। শিল্প কারখানাতেও দাহ্য পদার্থ ব্যবহারের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ