• আজ সন্ধ্যা ৭:৩৬, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনে পেশাজীবীদের একজোট হয়ে কাজ করতে হবে : শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৫, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৫, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সরকার পতন করতে পেশাজীবীদের একজোট হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

তিনি বলেন, সরকার পতন করতে হলে পেশাজীবীদের একজোট হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এ লড়াই মত প্রকাশে স্বাধীনতা রক্ষার। এজন‍্য জালিম সরকার শেখ হাসিনাকে বিদায় করতে যা করা দরকার, তাই করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মী আইনে সাংবাদিকদের পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে। এ অবস্থায় এই আইন বাস্তবায়ন করার আগেই এই সরকারের বিদায় নিশ্চিত করা উচিত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের চতুর্থ তলায় সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি এম. আব্দুল্লাহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব নূরুল আমীন রুকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. নূরুল হক, অধ‍্যক্ষ মো: কামরুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি ডা: মোহাম্মদ আলী প্রমূখ।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. আইয়ুব আলী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ