সরকার যুদ্ধের কথা বলে ব্যর্থতা আড়াল করতে চায়: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার যুদ্ধের কথা বলছে নিজেদের দুর্নীতি, ব্যর্থতা ও সিন্ডিকেট আড়াল করার জন্য। আন্তর্জাতিক বাজার ও রাশিয়া-ইউক্রেনের কথা বলে নিজেরা পার পেতে চান।
বৃহস্পতিবার (১০ মার্চ) প্রেস ক্লাবের সামনে সোনার বাংলা পার্টি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, মন্ত্রীরা বলছেন রাশিয়া-ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে তার কারণে দাম বাড়ছে। ১৩-১৪ দিন ধরে চলা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নিশ্চয় আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে। কিন্তু আমাদের এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ১২-১৩ দিনের ব্যাপার নয়। ১২ বছর ধরে এ দাম বেড়েই চলছে। এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সঙ্গে পেঁয়াজের দাম বাড়ার সম্পর্ক কি প্রশ্ন করে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন তো পেঁয়াজ উৎপাদন করে না। ৭-১০ দিনের ব্যবধানে ১৫-২০ টাকা করে কেজিপ্রতি দাম বেড়েছে পেঁয়াজের। এমন কোনো জিনিস নেই যে দাম বাড়েনি।
তিনি আরও বলেন, গত ১০ বছরে বিদ্যুৎ, পানি ও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে অনেকগুণ। যেগুলোর সঙ্গে যুদ্ধের সরাসরি কোনো সম্পর্ক ছিল না।
সভায় আরও উপস্থিত ছিলেন সোনার বাংলা পার্টির সদস্যরা।