সরকারের এখন জাদুঘরে যাওয়ার সময় এসেছে : মাহমুদুর রহমান মান্না
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ১৭, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ১৭, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
এই সরকারের এখন জাদুঘরে যাওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রবিজ্ঞানী প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিলের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
মান্না বলেন, ‘এই সরকার বিদ্যুৎ উৎসব করে বলে লোডশেডিংকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। এখন নিজেই জাদুঘরে যাওয়ার সময় এসেছে তার (সরকারের)।
তিনি বলেন, সরকার একটার পর একটা মিথ্যা কথা বলে চলেছে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার এখনই সময়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ বুদ্ধিজীবীদের সমালোচনা করে বলেন, সত্যিকার বুদ্ধিজীবী হওয়া কঠিন কাজ। অভিভাবক হারিয়েছি। ভেতর থেকে যারা সমাজের জন্য দায় দায়িত্ব অনুভব করবে তারাই হচ্ছেন বুদ্ধিজীবী। বিএনপি কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না আর এটা বলার সঙ্গে সঙ্গে যে বিশাল দায়িত্ব এসে যায় বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক আন্দোলন।
অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ বলেন, এ আন্দোলনের প্রতিটি পদক্ষেপ হতে হবে সুস্পষ্ট পরিষ্কার এবং চিন্তাভাবনা করে একদিকে যেমন এখানে কোন অ্যাডভেঞ্চারের স্থান নেই তেমনি সুযোগ নেয়ারও স্থান নেই। দেশের যে শাসক দল তারা ফেসিস্ট এটা অনেকেরই মূল্যায়ন। কিন্তু দেখা গেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম অত্যন্ত কঠিন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র বলে আসলে কিছু নেই। যে রাষ্ট্র অধ্যাপক এমাজউদ্দিন আহমদকে মিথ্যা মামলা দিতে পারে, সেরকম একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি।
আয়োজক সংগঠন স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও ইশতিয়াক আহমেদ বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মেয়ে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ছেলে জিয়া আহমেদ, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।