• আজ ভোর ৫:৪৭, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাত দিনেও আদনানের খোঁজ মেলেনি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ

 

লালমনিরহাটে মারধরের পর থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র আদনান সাহিলের (১২) সাত দিনেও সন্ধান মেলেনি। গত ১০ জুন শুক্রবার জুমার নামাজের পর থেকে আদনান নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ আদনান সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত তিস্তা আল জামিয়া ইসলামিয়া মডেল হেফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের আবদুল হালিমের দ্বিতীয় ছেলে।

নিখোঁজের ঘটনায় আদনানের বাবা আবদুল হালিম ১২ জুন লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আদনানের পরিবারের ভাষ্য, নিখোঁজের পর ১১ জুন সন্ধ্যার দিকে মাদ্রাসার পক্ষ থেকে মুঠোফোনে তাঁদের বিষয়টি জানানো হয়।

আদনানের বাবা আবদুল হালিম বলেন, ‘আমার ছেলেকে মাদ্রাসায় গত বুধবার ৮ জুন রাতে শাসনের নামে বেদম মারপিট করা হয়েছিল। এরপর গত শুক্রবার জুমার নামাজের পর থেকে সে নিখোঁজ, অথচ আমাকে ফোন করে জানানো হলো শনিবার সন্ধ্যায়। আমি রবিবার লালমনিরহাট সদর থানায় জিডি করেছি। তাকে খুঁজে না পাওয়ায় আমাদের দুঃশ্চিন্তার শেষ নেই।’

আদনানের মা বিলকিস বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি কোন কিছু বুঝতে চাই না । আমি চাই আমার সোনার টুকরো ছেলেকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে পেতে ।

মাদ্রাসার সুপার মো. মজিবর রহমান বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রতিদিন কে বলেন, ‘নিখোঁজ আদনানকে আমরাও খুঁজছি, কোথাও এখনো তার হদিস পাইনি। গত বুধবার (৮ জুন) রাতে আদনানের কাছে মুঠোফোন থাকা নিয়ে শাসনের একপর্যায়ে একজন নতুন শিক্ষক তাকে কয়েকটি বেত মারেন। এতে সে ভয় পেয়ে যায়। এরপর শুক্রবার জুমার নামাজের পর থেকে তার আর কোনো খোঁজখবর নেই। আমরা তার বাবাকে বিষয়টি বলেছি। মাদ্রাসার পক্ষ থেকে ওই ছাত্রের কোন ক্ষতি হউক আমরা সেটা চাই না । আমরা সব জায়গায় যোগাযোগ রাখছি । থানা পুলিশকেও বলেছি।’

লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বলেন, ‘নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এসআই মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে  বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্র আদনানের ঘটনাটি তদন্ত করার পাশাপাশি তাকে খোঁজা হচ্ছে, তবে এখনো তার সন্ধান মেলেনি। চেষ্টা অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!