• আজ সকাল ৬:৫৮, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

“সাফজয়ীদের ২০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড।”

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

সাফজয়ীদের ২০ লাখ টাকা পুরস্কার
 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কার হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ পুরো দলকে অভিনন্দন জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদ বলেছেন, “আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যে সাফল্য অর্জন করেছে, তা আমাদের জন্য গর্বের বিষয়। পুরো ক্রীড়াঙ্গনের এই সাফল্য উদযাপনে বিসিবিও অংশ নিচ্ছে।”

বিসিবির সভাপতি বলেন, “তাদের এই জয় অন্য সব খেলোয়াড়দের এবং বাংলাদেশের মেয়েদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকেও অভিনন্দন জানাই।”

ফারুক আহমেদ বিশ্বাস করেন, এই অর্জন মেয়েদের খেলায় অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে। তিনি বলেন, “বিসিবি সবসময় মেয়েদের খেলায় অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এই ঐতিহাসিক জয় মেয়েদের খেলায় আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।”

গতকাল নেপালের দশরথ রঙ্গশালায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুই বছর আগে একই মাঠে নেপালকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!