সাবেক এমপি ডাঃ কেএ জলিলএর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক ডাঃ কে এ জলিল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।তিনি ছেলে ২ মেয়ে ও স্ত্রী ,নাত নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। মরহুম ডাঃ কে এ জলিল ছিলেন শরীয়তপুর-২ (নড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য।শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, ঢাকা ডেন্টাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,ভোজেশ^র উপশী কলেজে ও ডাঃ কেএ জলিল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ।গত শনিবার সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন। রোববার বাদ জোহর গ্রামের বাড়ি ভোজেশ^র উচ্চবিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় স্থানীয় সকল স্তরের বিএনপি নেতা কর্মী গুনগ্রাহী সহ সকল শ্রেণী পেশার লোকজন শরিক হয়।
স্বাধীন খবর ডটকম/আ আ
