• আজ সকাল ৭:২৩, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,লন্ডন

গত ৭ এপ্রিল ২০২২,সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনে নবনির্বাচিত আহ্বায়ক মির্জা আব্দুল হান্নান এপোলো ও ফাতেমা চৌধুরী নাইমাকে সদস্য সচিব করে ৩ মাসের এ কমিটি গঠনে নিষ্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় করে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ বাংলাদেশের হারিয়ে যাওয়া গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে,বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মূল দল বিএনপির সাথে ইউরোপের সকল নেতৃবৃন্দ কাধে কাধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।যা ইতিমধ্যে ইউরোপ তথা বহির্বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে।

সেই সংগঠনের তিন বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল ও সাধারণ সম্পাদক এপোলো মির্জা কমিটিটি স্থগিত করেন।স্থগিতের তিন মাস পর সেই সংগঠনে ৭৩ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।

মির্জা আব্দুল হান্নান এপোলোকে আহ্বায়ক এবং ফাতেমা চৌধুরী নাইমাকে সদস্য সচিব করে ও যুগ্ন আহ্বায়ক হিসেবে নির্বাচিত অন্যান্যরা হলেন-জাহাঙ্গীর আলম ইব্রাহিম,
ছায়েফ আহমেদ সুইট,রাবেয়া পাপিয়া,স্বপ্না চৌধুরী,রাসেল আকরাম,আতিক আহমেদ,সুলেমান বেগ,ওয়াসিক আলি মুরাদ।

যুগ্ন সচিব নির্বাচিত হন-এম চৌধুরী তুহিন,শাহজাহান চৌধুরী,পলাশ আহমেদ,সবুজ ডালি,হাসান আহমেদ,মুকুল হসেন,শিমুল চৌধুরি,জহিরুল হক টুটুল।

এছাড়াও বাকি ৫৫ সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন-শাহজাহান চৌধুরী,সাইফুল ইসলাম খোকন,আসাদ আলী,মো:ফাহিম,হারুন মিয়া,নাজমুল ইসলাম,ইয়াসিন আরাফাত শুভ,সুমণ আহমেদ,দিলোয়ার আহমেদ রাফি,শাহাব উদ্দিন,নিজাম আহমেদ,রুবেল চৌধুরী,সৈয়দ রুহুল আমিন,আলী রুবেল,আরমান বাক্স,রাজু আহমেদ,নাজিম তালুকদার,সাইফুল আহমেদ রুবেল।

আরিফ হোসাইন,জাকির চৌধুরী,আবুল কাসেম,লায়েবুর রহমান,আফিল উদ্দিন,আনহার আহমেদ,জহিরুল ইসলাম,জিহাদ হাসান সোহাগ,আল আমিন,জাহেদ আহমেদ,তাসফিক আহমেদ,কুরাইশ খান,শিপলু আহমেদ,
মিজান চৌধুরী,সুহেল আহমেদ,সোহাগ আহমেদ,আরাফাত ইসলাম,আশরাফ উদ্দিন,আবু জাফর,মারুফ গিয়াস বাপ্পি,খলিলুর রহমান খোকন,ইউসুফ তালুকদার,শূয়েব চৌধুরী,জাহেদ আহমেদ, ফরিদুন্নেসা পাতু মিয়া,শেখ খালেদ আহমেদ মিনহাজ,শোহাগ চৌধুরী,মতিন আহমেদ,জামাল উদ্দিন,কাজি সাত্তার,কোহিনুর আক্তার শিউলী,মাহবুবা আরা চপলা,হুমায়ুন কবির রিগান,মামুন হাসান,জেনস সিপার আহমেদ,জুনু আক্তার,নাঈম শেখ,ইকরাম মন্ডল।

উক্ত আহ্বায়ক কমিটিটি ঘোষণা করেন,সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আবু জাফর রাসেল।তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন-দেশনায়ক তারেক রহমানের ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান হোক বাংলাদেশ জাতীয়তাবাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

একই সাথে তিনি এ আন্দোলন সংগ্রামকে অনুপ্রেরণা হিসেবে গ্রহন করে সকলের উদ্দেশ্যে তিনি জানান, বাংলাদেশের এই আন্দোলনে সবাই সক্রিয় থেকে ৯০ দিনের ভিতরে একটি পূর্ণাঙ্গ কমিটি করার দিকনির্দেশনা প্রদান করেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ