• আজ সকাল ৬:৩৪, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে ন্যাপ’র শোক

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া গভীর শোক ও দু:খ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শনিবার (১৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম শাহাবুদ্দিন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির এক ক্রান্তিলগ্নে তিনি নিরবে এসেছিলেন, রাষ্ট্রপতি হিসেবেও নিরব ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত নিরবে থেকে নিরবে চলে গেলেন। তার মৃত্যুতে জাতি তার এক সূর্য সন্তান কে হারালো।

তারা আরো বলেন, তিনি জাতীয় জীবনে সংকটময় পরিস্থিতিতে কঠোর ভূমিকা পালনের মাধ্যমে এদেশের আপামর জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। জাতির ক্রান্তিলগ্নে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। স্বল্পভাষী এই কর্মবীর সবসময় নীরবে নিভৃতেই দেশের জন্য কাজ করেছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!