সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে এনডিপি’র শোক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার (১৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম শাহাবুদ্দিন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার নেতৃত্বেই বাংলাদেশ প্রথম একটি গ্রহনযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পেয়েছিল।