• আজ সকাল ৭:৩২, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ সুশাসক হিসেবে ন্যায় পরায়ন ছিলেন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ প্রধান বিচারপতি হওয়ার পর বিচার বিভাগে ন্যয় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রাষ্ট্রপতি ও একজন সুশাসক হিসেবে ন্যায় পরায়ন ছিলেন। বক্তারা আরো বলেন, ১৯৯১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছিলেন। যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
শনিবার (১৯ মার্চ) এক যুক্ত বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আবুল করিম খাঁন এ মন্তব্য করেন।
নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ