• আজ রাত ৯:২২, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ২:১৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সাভারের আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটির সামনে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বিকাল ৫টায় আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসে।

বুধবার (২৩ ফ্রেব্রুয়ারি) সন্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আশুলিয়া থানার এসআই সুদীপ বলেন, আমরা কারখানা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছি। এদের একজন নারী ও ২জন পুরুষ। উদ্ধার অভিযান চলামান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ