সাভারে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী সাবেক সংসদ সদস্য দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর বাস ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন। এসময় সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীগণ অংশ নেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।