• আজ রাত ১০:০৭, বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাসুল (সা.) যাদের সর্বোত্তম বলেছেন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ৮:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু হাদিসে মুমিনদের নানা বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। তিনি মুমিনদের জীবনের উৎকর্ষ ও তাদের আল্লাহর কাছে মূল্যবান হওয়ার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। হাদিসের মধ্যে তাঁর ভাষ্যে বলা হয়েছে, মুমিনেরা খনিজ ও গুপ্তধনের মতো, কারণ তারা আত্মার গভীরতায় ঈমানের খাঁটি আলো ধারণ করেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি বলেছেন, “মানুষের মধ্যে তোমরা কিছু লোককে খনিজ ও গুপ্তধনের মতো দেখতে পাবে। যারা জাহেলি যুগে উত্তম ছিল, ইসলাম গ্রহণের পরও তারা উত্তম। তবে শর্ত হলো, তারা যেন দ্বীনি জ্ঞান অর্জন করে।” এই হাদিস থেকে বোঝা যায়, দ্বীন ও আখলাকের সৌন্দর্যই মানুষকে মহান করে তুলতে পারে।

একটি হাদিসে রাসুলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, কে সর্বোত্তম? তিনি জবাবে বলেছিলেন, “যে বিশুদ্ধ অন্তরের অধিকারী এবং সত্যবাদী।” সাহাবিরা জিজ্ঞেস করলেন, বিশুদ্ধ অন্তরের অধিকারী কে? উত্তরে তিনি বললেন, “যে নিষ্কলুষ চরিত্রের মানুষ; যার হৃদয়ে নেই কোনো দুশমনি, হিংসা বা আত্মঅহমিকা।”

আরেকটি হাদিসে নবীজি বলছেন, মুমিনের উদাহরণ খনিজের মতো। অর্থাৎ সঠিক মূল্যায়ন করতে হলে একজন মুমিনের অন্তরের জহুরি হতে হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন, কিছু মুমিন এমনও আছে, যাদের প্রতি সাধারণ মানুষ দৃষ্টি দেয় না, অথচ তারা আল্লাহর কাছে এতই মর্যাদাপূর্ণ যে, তাঁরা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা পূর্ণ করবেন। এই হাদিসে আল-বারাআ ইবনু মালিক (রা.)-এর মতো মহান সাহাবির কথাও এসেছে।

এ থেকে বোঝা যায় যে, একজন খাঁটি মুমিনের হৃদয়ে বিশুদ্ধ ঈমান ও দয়ালু চরিত্র থাকে, যা তাঁকে আল্লাহর নিকট উত্তম এবং মূল্যবান করে তোলে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ