সারাদেশে বিক্ষোভ ও লাগাতার গণকর্মবিরতির হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
আসন্ন বাজেটে ৫ দফা দাবি মানা না হলে আগামী ১ জুলাই থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচিএবং প্রয়োজনে লাগাতার গণকর্মবিরতির হুঁশিয়ারি দেন গণকর্মচারী ঐক্য পরিষদ। শনিবার(২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে গণকর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এক কর্মচারী সমাবেশও মানববন্ধনে এ হুঁশিয়ারি দেয় তারা।
সমাবেশে অবিলম্বে ১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, অন্তবর্তী ব্যবস্থায় ৬০শতাংশ মূল বেতন বৃদ্ধিসহ সর্বনিম্ন ২৭ হাজার টাকা বেতন নির্ধারণের ৫ দফা পূরণের দাবিজানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্বিষহ অবস্থায় কর্মচারীদের জীবন।সীমাহীন আর্থিক সংকটে নিপতিত হয়েছে সবাই। তাই ৬০ শতাংশ মূল বেতন বৃদ্ধি করতে হবেএবং ১০ ধাপে এ বেতন নির্ধারণ করা সহ ৫ দফা দাবি মেনে নিতে হবে।
তাদের দাবি গুলো হলো─ ►১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, অন্তবর্তীব্যবস্থায় মূল বেতনের ৬০ শতাংশ বৃদ্ধি, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, টিফিনভাতা ইত্যাদি চলমান বাজার দর মোতাবেক প্রদান করতে হবে।
► সচিবালয়ের মত সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন, বার্ষিক ইনক্রিমেন্ট ২০ শতাংশ প্রদানও পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে;
► টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশনপ্রথা পুনর্বহাল, আউটসোর্সিং নিয়োগপ্রথাবাতিল, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ব্লকপোস্ট সংশোধনপূর্বক ১১–২০ গ্রেডের
সকল স্তরে পদোন্নতি প্রদান করতে হবে।
► বেতন বৈষম্য নিরসনে ৬ সদস্যের একটি পরিবারের জন্য (জনপ্রতি দৈনিক ১৫০ টাকা হারে৯০০ টাকা হিসেবে) সর্বনিম্ন মাসিক মূল বেতন ২৭ হাজার টাকা নির্ধারণ করতে হবে; ৪র্থ শ্রেণিকর্মচারীদের জন্য ৪০% পোষ্যকোটা সংরক্ষণ করতে হবে।
► ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি পর্যটন ও দুর্গম অঞ্চলে দুর্যোগ ভাতা, ঝুঁকিপূর্ণকাজে ঝুঁকি ভাতা, অবসর প্রাপ্ত কর্মচারীদের ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা প্রদান, সরকারিকলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে নিয়মিত করণ করতে হবে।
গণকর্মচারী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদেরমহাসচিব নোমানুজ্জামান আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত
ঐক্য পরিষদের সমন্বয়ক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে গণকর্মচারী ঐক্যপরিষদের সদস্য সচিব, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারী কর্মচারী সমিতির মহাসচিব মোঃছালজার রহমান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনেরসমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড বাদল খান এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতিকমরেড কামরুল আহসান। এছাড়াও গণকর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
