সালিশে গৃহবধূর চুল কেটে দিলেন নারী চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে প্রকাশ্যে বিচার-সালিশ বসিয়ে এক গৃহবধূকে বেধড়ক মারধরের পর মাথার চুল কেটে দিয়েছেন নারী চেয়ারম্যান টেলিনা সরকার হিমু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনয়নের ইন্দ্রইল মোল্লাপাড়া গ্রামে। ভুক্তভোগী গৃহবধূ অসুস্থ অবস্থায় বুধবার সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন।
গত রোববার রাত ১১টার দিকে গৃহবধূকে বাড়ি জোর করে টেনেহেঁচড়ে চেয়ারম্যানের ঘনিষ্ট রবিউল ও ফারুক পার্শ¦বর্তী অছিম উদ্দিনের বাড়িতে সালিশ বৈঠকে নিয়ে হয়। এ সময় ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু উপস্থিত লোকজনের সম্মুখে অনৈতিক কাজের অভিযোগ এনে অমানবিক বিচারের রায় ঘোষণা করেন। চেয়ারম্যান নিজেই বেধড়ক লাঠিপেটা করেন গৃহবধূকে। মারপিটে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়া হয় গৃহবধূর এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বিচার শেষ করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। ঘটনাটি সমগ্র উপজেলায় ছড়িয়ে পড়লে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মারপিটে অসুস্থ গৃহবধূ বুধবার সকালে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন এবং চেয়ারম্যান ও তার দোসরদের বিরুদ্ধে বিচার দাবি করেন।
এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করা হলে মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম ঘটনার বিষয়ে বলেছেন, আমি চেয়ারম্যানকে ফোন করেছিলাম, তিনি ঘটনার কথা স্বীকার করে বলেছেন, ঘটনার সাথে তিনি জড়িত নন। তবে তিনি সেখানে গিয়েছিলেন এবং স্থানীয়রা ঘটনা ঘটিয়েছে বলে আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের বিষয়ে আমি শুনেছি, বিচারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে, আবেদন পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।