সাহাবুদ্দীন আহমদ-এর মৃত্যু তারেক রহমান-এর শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
মরহুম সাহাবুদ্দীন আহমদ ছিলেন এদেশের বরেণ্য ব্যক্তিত্ব, সুদীর্ঘ জীবনে ন্যায় ও সততাকে সঙ্গে নিয়ে ছিল তাঁর পথচলা। নির্লোভ এবং ঋজু, এই সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের প্রধান হিসেবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তা অবিস্মরণীয়। প্রধান বিচারপতি হিসেবে তিনি ছিলেন ন্যায়বিচারের দিশারী। ক্ষমতাবানদের অন্যায় নির্দেশের তোয়াক্কা না করে ন্যায়বিচার ও সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। দায়িত্ব পালনকালীন কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তিনি সাহস ও বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে তা মোকাবেলা করেছেন। তিনি ছিলেন মৃদুভাষী ও সৌজন্যবোধ সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। কর্তব্যপরায়ণ, আদর্শনিষ্ঠ ও সততার এক উজ্জল দৃষ্টান্ত বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতাসহ গণতন্ত্রের বর্তমান সংকটের সময় পৃথিবী থেকে তাঁর চিরপ্রস্থান গভীর বেদনা ও হতাশার। জাতি হারালো তার এক গর্বিত সন্তানকে।
আমি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ এর মতো একজন গুণী মানুষের ইন্তেকালে গভীরভাবে শোকাহত হয়েছি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
স্বাধীন খবর ডটকম/আ আ
