• আজ বিকাল ৫:৫২, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিইসির বক্তব্যে বিস্ময় ও হতাশা প্রকাশ ফিনল্যান্ড বিএনপির

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৭, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৭, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ

 

জামান সরকার মনির | হেলসিঙ্কি থেকে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ‘তলোয়ারের বিপরীতে রাইফেল বা তলোয়ার নিয়ে দাঁড়ানো’ ও ‘আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কী করব?’ বক্তব্যে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।
সোমববার (১৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ আরো বলেন, এমন বক্তব্য আত্মঘাতী, অপরিণামদর্শী, অগ্রহণযোগ্য এবং সহিংসতাকে উসকে দেওয়ার শামিল।
নির্বাচন কমিশন রাষ্ট্রের একটি দায়িত্বশীল সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই নির্বাচন কমিশন এখন সরকারের আজ্ঞাবহ ও আনুগত্যকারী প্রতিষ্ঠানে পরিণত হয়ে আবোল তাবোল বকছে।
ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই এবং হতেও পারেনা। তাই অবিলম্বে বিনা ভোটের সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান তারা।
সংবাদ মাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন, ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, রুবেল ভূঁইয়া, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, মিজানুর রহমান মিঠু, প্রদীপ কুমার সাহা, আলাউদ্দিন আহমেদ, সাহিন মোহাম্মদ, আবুল কালাম আজাদ, সাজ্জাদ মুন্না, তাপস খান, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু, জুয়েল প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ